শিখেছে প্রথম মানুষ, সেই আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে জীবনের তাগিদে টিকে থাকার সংগ্রাম জারি রেখে ধীরে ধীরে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়েছে তার গল্প নিয়ে । বিপুল প্রাকৃতিক সম্পদে সস্মৃদ্ধ আফ্রিকা যুগে যুগে নির্যাতন, দাসব্যবসা, বর্ণবাদ এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। ঔপনিবেশিক প্রভুরা নিজেদের মতো করে ভাগ-বাটোয়ারা করেছে আফ্রিকার মানচিত্র। বিংশ শতকে উপনিবেশবাদের অবসান হলেও, এই মহাদেশের মানুষের সংগ্রামের গল্প থেমে থাকেনি; নতুন যুগের চ্যালেঞ্জ আর আত্মপরিচয় প্রতিষ্ঠায় লিখে গেছে নতুন উপাখ্যান।
সুবিশাল এই মহাদেশের মানুষদের আনন্দ, বেদনা, আর লড়াইয়ের আখ্যান তুলে ধরা ২০টি ছোটগল্পের সংকলন মলাটবদ্ধ হয়েছে চিনুয়া আচেবে এবং লিন ইনেস-এর সম্পাদনায়। প্রতিটি গল্পে ফুটে উঠেছে আফ্রিকার বৈচিত্র্যময় সংস্কৃতি, উপনিবেশবাদের প্রভাব, স্বাধীনতার সংগ্রাম, এবং মানুষের অন্তর্দ্বন্দ্ব। এই সংকলন পাঠককে এক অনন্য ভ্রমণে নিয়ে যাবে। পাঠক অনুভব করবেন আফ্রিকার হৃদস্পন্দন।
