সময়ের সন্তানেরা (চিলড্রেন অব দ্য ডেজ) এদুয়ার্দো গালিয়ানোর এক অনবদ্য রচনা, যেখানে বছরের প্রতিটি দিন এক একটা গল্প হয়ে উঠেছে। সংক্ষিপ্ত অথচ তীব্র এই লেখাগুলোতে তিনি তুলে ধরেছেন ইতিহাসের বহু বিস্মৃত চরিত্র, ভুলে যাওয়া অবিচার ও বঞ্চনা, প্রান্তিক মানুষের আনন্দ-বেদনা এবং মানবতার সংগ্রামের উপাখ্যান। তাঁর লেখনীতে সময়, স্মৃতি ও প্রতিবাদের সুর এক হয়ে কথা বলে। গালিয়ানোর এই বর্ষপঞ্জির প্রতিটি দিন যেন এক একটি জানালা। এইসব জানালার আলো এসে অতীতের ঘটনাগুলোকে নতুন করে দেখায়। কাব্যময় গদ্যে সাজানো, সহজ অথচ গভীর এই বই আমাদেরকে অনুপ্রাণিত করে ছোট ছোট গল্পের মাঝে বড় সত্যগুলোকে খুঁজে নিতে, সারা পৃথিবীর বঞ্চিত মানুষের জন্য জাগিয়ে তোলে ভালোবাসা আর সহমর্মিতা। একই সাথে পাঠককে বৈষম্যহীন একটি সুন্দর পৃথিবীর স্বপ্নে বিভোর করে তোলে।
