হতে চাওয়া কবিদের প্রতি কোন দরদী মহান কবির কিছু নসিহত পড়েছিলাম। কবিতার ধরণ প্রসঙ্গে তিনি বলেছিলেনঃ কখনো কখনো কবিরা কাচের জানালার এপাশ থেকে দুনিয়া দেখতে বসে। বাইরের আলো কমে এলে জানালার কাচে যখন ঘরের ভিতরটা ভেসে ওঠে বিম্ব হয়ে, তখন কবিতা কবির নিজের ঘর কিংবা নিজের মন অর্থাৎ ভীষণ ব্যক্তিগত ও দারুণ ইন্টিমেট বিষয়গুলোর কথা…