শিখেছে প্রথম মানুষ, সেই আফ্রিকার বিস্তীর্ণ প্রান্তরে জীবনের তাগিদে টিকে থাকার সংগ্রাম জারি রেখে ধীরে ধীরে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়েছে তার গল্প নিয়ে । বিপুল প্রাকৃতিক সম্পদে সস্মৃদ্ধ আফ্রিকা যুগে যুগে নির্যাতন, দাসব্যবসা, বর্ণবাদ এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। ঔপনিবেশিক প্রভুরা নিজেদের মতো করে ভাগ-বাটোয়ারা করেছে আফ্রিকার মানচিত্র। বিংশ শতকে উপনিবেশবাদের অবসান হলেও,…